কবিতাঃ তারুণ্যের বিজ্ঞান, লেখকঃ নাজিমউদ্দীন

কবিতাঃ তারুণ্যের বিজ্ঞান
লেখকঃ নাজিমউদ্দীন



আঁকা আঁকি,
লেখি, লেখি,

দেখাদেখি,
আমরা শিখি।

কথা বলা,
হেটে চলা,
চেনা জানা,
পছন্দ ঘৃণা।

জানি, জানাই,

মানি, মানাই।

স্বল্প, গল্প্,
অল্প, অল্প।

হাসা হাসি,
ভালবাসি।

ছোটবড়,
করছি জড়ো।

বন্ধু ভাই,
সবার সবাই।

আছি থাকবো,
রাখছি রাখবো।

বেশি কম,
দিচ্ছি শ্রম।

পাচ্ছি পাবো,
খাচ্ছি খাবো।

আস্তে ধীরে,
যাচ্ছি ভীরে।

ফালাফালি,
দিচ্ছি তালি।

সম~সাম্য,
সবার কাম্য।

রয়েছে দৃষ্টি,
নতুন সৃষ্টি।

দুঃখ ব্যথা,
সাফল্য গাঁথা,

ঠিকঠাক,
টুকটাক,

যাচ্ছি ছুটে,
উঠছি ফুটে।

জ্ঞানী গণ্য,
তরুণ তারুণ্য।

প্রাণপন,
সপেছে মন।

বুদ্ধিমত্বা,
দিয়েছে সত্তা।

গাহিতে গুণগান্;
জাগিয়াছে,
তারুণ্যের বিজ্ঞান।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট