পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা

পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা




 পরীক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনা



পরীক্ষার আগের রাতে করণীয়
১. পরীক্ষার সময় শারীরিক ও মানসিকভাবে সুস্থতার জন্য বেশি রাত জেগে পড়াশোনা করবে না।
২. নতুন কোন পড়া পড়বে না।
৩. পূর্বে শেখা প্রশ্নগুলো বারবার রিভিশন দাও।
৪. পরীক্ষার হলে ব্যবহৃত কলম, কালি, বলপয়েন্ট পেন, সাইনপেন, স্কেল, পেন্সিল, হাতঘড়ি, প্রবেশপত্র ইত্যাদি প্রস্তুত করে একটি বাক্সে রাখবে।
৫. পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পৌঁছবে এবং সিট কোথায় পড়েছে তা খুঁজে বের করতে হবে।

উত্তরপত্র হাতে পাওয়ার পর করণীয়
১. পরীক্ষার উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নম্বর, রেজি: নম্বর, বিষয় কোড এবং প্রশ্ন পাওয়ার পর সেট কোড ঘর যথাযথভাবে বৃত্ত ভরাট করবে।
২. উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেয়া এবং পত্রটি কোন অবস্থাতেই ভাঁজ করা যাবে না।
৩. উত্তরপত্রের নির্দিষ্ট স্থান হতে লেখা শুরু করবে।
৪. উত্তরপত্রে আপত্তিকর লেখা, অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ, উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোন ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবে না।

৫. উত্তরপত্রের কোন জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিঃ নম্বর, মোবাইল ফোন নম্বর, বিদ্যালয়ের নাম,কেন্দ্রের নাম কোন অবস্থাতেই লেখা যাবে না।

উত্তরপত্র সংক্রান্ত পরামর্শ
১. উত্তরপত্রের ডানে ১ ইঞ্চি, বামে আধা ইঞ্চি ও উপরে ১ ইঞ্চি মার্জিন অবশ্যই রাখতে হবে।
২. প্রতিটি উত্তর প্যারা করে লিখবে। এক প্যারা হতে অন্য প্যারার দূরত্ব ১ ইঞ্চি এবং এক লাইন হতে অন্য লাইনের ফাঁক সর্বদা পৌনে এক ইঞ্চি সমান হবে।
৩. হাতের লেখা সুন্দর স্পষ্টাক্ষর ও শুদ্ধ বানানে নির্ভুলভাবে লিখতে হবে।  উত্তরটি যেন কাটাকাটি ঘষামাজা না হয় সে বিষয়ে সতর্ক থাকবে নেহায়েতই কাটতে হলে একটানে কাটবে।
৪. যে প্রশ্নের উত্তরটি তুমি ভালো পারবে সেটি প্রথমে লিখবে। প্রথম প্রশ্নের উত্তর দ্বারা যদি পরীক্ষকের মন জয় করতে পার তবে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তুলনামূলকভাবে একটু খারাপ হলেও ভালো নম্বর পাওয়ার আশা করতে পার।
৫. কোন প্রশ্নের উত্তর বড় করে লিখতে গিয়ে যেন অন্যকোন প্রশ্নের উত্তর বাদ না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
৬. প্রত্যেক প্রশ্নের উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে।
৭. যে সব প্রশ্নের উত্তর চিত্র সংবলিত তা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে এবং অবশ্যই চিত্র দিতে হবে।
৮. উত্তর লেখার আগে কোন প্রশ্নে কতটুকু সময় ব্যয় হবে তা আগেই ঠিক করে নিতে হবে।
৯. কোন প্রশ্নের উত্তরে উদ্ধৃতি ব্যবহার করতে হলে মনীষী/লেখকের হুবহু উদ্ধৃতি উল্লেখ করতে হবে। কোনরূপ বিকৃত করা চলবে না।

খাতা জমাদানের আগে করণীয়
উত্তরপত্র জমাদানের আগে অবশ্যই ভালোভাবে রিভিশন করে নিতে হবে, কোথাও কোন ভুল আছে কিনা। প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছ কিনা এ জন্য কমপক্ষে ১০ মিনিট হাতে রাখতে হবে।


আরও কিছু পরামর্শ
১. পরীক্ষার সময় ও তারিখ যাচাই কর।
২. পরীক্ষার হলে কি নেয়া এবং কি নেয়া বারণ আছে তা যাচাই কর।
৩. প্রয়োজনীয় জিনিস পরীক্ষার আগের দিন প্রস্তুত করে রাখ।
৪. তোমার সময়ের বাজেট তৈরি কর। মোট সময়কে মোট নম্বর দিয়ে ভাগ করে সাধারণত এটা করতে হয়। তবে প্রশ্নপত্র পাঠ ও উত্তরপত্র রিভিশনের জন্য কমপক্ষে ১০ মিনিট সময় হাতে রাখতে হবে।
৫. কোন প্রশ্নের উত্তর অহেতুক বড় করে সময় নষ্ট করবে না।
৬. প্রতিটি প্রশ্নের উত্তর দেয়ার অবশ্যই চেষ্টা করবে।
৭. লেখা শুরু করার আগে পুরো প্রশ্নটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে।
৮. প্রতিটি প্রশ্নের উত্তর কিভাবে দেবে তা আগে চিন্তা করে নিতে হবে।
৯. প্রশ্নে গুরুত্বপূর্ণ শব্দগুলোকে underline করবে এবং সেই অনুসারে উত্তর করবে।
১০. তোমার হাতের লেখা অবশ্যই সুন্দর ও স্পষ্ট হতে হবে।
১১. তোমার লেখা যদি খুব ছোট বা বড় হয় তবে ফাঁকা ফাঁকা করে লিখবে।
১২. পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা আগেই কেন্দ্রে পৌঁছবে।
১৩. উত্তরপত্র পাওয়ার পর প্রয়োজনীয় কাজ নির্ভুলভাবে করবে।
১৪. কর্তব্যরত পরিদর্শক মহোদয়ের অবাধ্য হবে না।
১৫. কোন অসদুপায় অবলম্বন করবে না।
১৬. প্রতিদিন প্রতি বিষয়ের পরীক্ষার Attendance Sheet-এ অবশ্যই স্বাক্ষর প্রদান করবে।

INTERNET থেকে টাকা আয় , একদম নতুনদের জন্য

INTERNET থেকে টাকা আয় , একদম নতুনদের জন্য
হ্যা এবার আপনি ও পারবেন ইন্টারনেট থেকে হাজার হাজার টাকা আয় করতে বিশ্বাস না হলে ও আপনি সুধু আমার বলা অনুযায়ি কাজ করে যান টাকা না পেলে আমি টাকা দেবো।
অনলাইন ইনকাম এর সেরা একটা সাইট হল Adfiver। এই সাইট টি নতুন হলেও খুব ভালো সাইট।
তাই নিশ্চিন্তে কাজ করতে পারেন। কারণ আমি এই সাইট এ গত ৩ মাস ধরে কাজ করছি। এই পর্যন্ত  আমার মোট আয় ৩০$

Scam হওয়ার সম্ভাবনা নেই।প্রতিদিন ৫-৬ সেন্ট আয় করতে পারবেন রেফারেল ছাড়া।
রেফারেল কিনলে আয় অনেক গুন বেড়ে যাবে তখন প্রতিমাসে ৩০০$-৫০০$ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
প্রথমে এখানে ক্লিক করে রেজিস্টার করে নিন।
রেজিস্ট্রেশান করতেঃ
1.username
2.password
3.email id
4. birth date লাগবে।
বলে রাখা ভালো এই সাইটে আপনি যে ফোন দিয়ে লগইন করবেন আপনার অই একাওন্ট টি অই ফোনে ছাড়া আর কোনো ফোনে কাজ করবে না।
রেজিস্ট্রেশান করার পর লগিন করবেন।
তারপর view advertsements এ ক্লিক করে একটা একটা করে সবগুলো অ্যাড দেখে ফেলবেন।
view advertsements এ তিন ধরনের অ্যাড দেখতে পাবেন, এদের মধ্যে fixed advertisements এর value সবচেয়ে বেশি যে গুলি আপনি ফ্রি মেম্বারশিপে প্রত্তেকদিন ৪টে করে পাবেন। অন্য অ্যাড গুলো ক্লিক করার সময় না পেলেও fixed add গুলো তে অবশ্যই ক্লিক করতে হবে না হলে আপনার রেফারেল থেকে অর্থ আপনার অ্যাকাউন্ট এ যোগ হবে না। আর এই সাইটে বাংলাদেশ সময় অনুযায়ি সকাল ১১টা এবং Indian সময়য় অনুযায়ি সকাল ১০:৩০মিনিটে add যোগ হয়, মানে আপনার সব add দেখা হয়ে গেলে আপনি আবার সকাল ১১ বা ১০:৩০ টার পরে আবার নতুন add দেখতে পাবেন।
প্রতিদিন ৫-৬ সেন্ট আয় করতে পারবেন রেফারেল ছাড়া। আর এই ৬ সেন্ট করে প্রত্যেকদিন যদি আপনি আয় করেন তাহলে ১০দিনের মাথায় .০৬x১০=০.৬০$ হয়ে যাবে আর ০.৬০$ হলেই আপনি refferal+ এ গিয়ে ৩টি রেফারেল কিনতে পারবেন ৩০দিনের জন্য। তারপর রেফারাল গুলি যদি ঠিক মতো কাজ করে তাহলে ৭দিন পরে আপনি আবার ৩টা reffarel কিনতে পারবেন।  ফ্রী মেম্বার হিসেবে আপনি ২০০ পর্যন্ত রেফেরেল কিনতে পারবেন। আর ২০০টি reffarel  হয়ে গেলে তখন অনায়েসে আপনার মাসে ৩০০$-৪০০$ মানে ২২,৫০০-৩০,০০০টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আর যদি না পারেন তাহলে টাকা আমি দেব।
এছাড়াও অ্যাডগ্রিড থেকে আপনি ডলার আয় করতে পারবেন।
আপনার উপার্জিত অর্থ payza ও paypal দিয়ে যেকোনো ব্যাংক থেকে তুলতে পারবেন।
এই সাইট থেকে আপনি এন্ড্রয়েড মোবাইল দিয়েও আয় করতে পারবেন। এ জন্য গুগল ক্রুম, মোজিলা ফায়ারফক্স অথবা ইউসি ব্রাউজার ব্যবহার করতে হবে।
রেজিস্ট্রেশান  করতে এখানে ক্লিক করুন
সবাই ভালো থাকবেন।

২০১৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি

২০১৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। ০৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচী প্রকাশ করা হয়।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন শেষ হবে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ১১ থেকে ২০ জুনের মধ্যে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসির মতো এইচএসসিতেও এবার থেকে প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা হবে।


[এইচএসসি পরীক্ষার সময়সূচী ২০১৬ ডাউনলোড PDF]




২০১৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) এবং ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিস (DIBS) পরীক্ষার সময়সূচী







২০১৬ সালের আলিম পরীক্ষার চূড়ান্ত সময়সূচীঃ





২০১৬ সালের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার চূড়ান্ত সময়সূচীঃ



জিকা ভাইরাস প্রসঙ্গ-

জিকা ভাইরাস প্রসঙ্গ-

ডেঙ্গুর মতোই জিকার লক্ষণ

অধ্যাপক এবিএম আব্দুল্লাহ ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Collected From: 

মেডিভয়েস - MediVoice


জিকা ভাইরাসে আক্রান্ত হলে ডেঙ্গুর মতোই লক্ষণ দেখা দেয়। দিনের বেলায় এডিস মশার কামড়ে এ রোগ ছড়ায়। তবে ডেঙ্গুর মতো এ রোগটি তীব্র ও প্রাণঘাতী নয়। 

চিকিৎসা না করালেও জিকা ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ রোগী সাধারণত ৫ থেকে ১০ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়।‘জিকা’ নামটি নেওয়া হয়েছে উগান্ডার জিকা বন থেকে৷ ১৯৪৭ সালে বানরের দেহে এই সংক্রামক এজেন্টের উপস্থিতি শনাক্ত করা হয়। ১৯৫২ সালে এর নাম দেওয়া হয় জিকা ভাইরাস৷ বর্তমানে এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। উত্তর আমেরিকাতেও ছড়িয়ে পড়ছে। তাই আমাদের দেশেও সতর্ক হওয়া দরকার।

যেভাবে ছড়ায়ঃ এডিস ইজিপ্টি নামের মশার কামড়ের মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে৷ ফলে মশার কামড় থেকে বাঁচার যে উপায়গুলো আছে, সেগুলো মেনে চললেই এই ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব৷

লক্ষণঃ জিকা ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত জ্বর, র্যাশ (চামড়ায় লাল ফুসকুড়ি), গোড়ালিতে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া—এসব লক্ষণ দেখা দেয়৷ এ ছাড়া পেশি, মাথায়ও ব্যথা হতে পারে৷ জিকা ভাইরাসে আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজনের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে৷

গর্ভবতী নারীরা বেশি সাবধান!ঃ শিশুদের ‘মাইক্রোসেফালি’ রোগ হওয়ার কারণ জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী মা৷ কিন্তু তার কোনো উপসর্গ আগে থেকে দেখা যাবে না। এই রোগ হলে শিশুদের মস্তিষ্কের গঠন ঠিকমতো হয় না। ফলে শিশুর বুদ্ধিপ্রতিবন্ধী হওয়া, শারীরিক বৃদ্ধি অস্বাভাবিক বা বিলম্বিত হওয়া থেকে শুরু করে অকালে মারা যাওয়ার আশঙ্কাও বেড়ে যায়৷

প্রতিষেধক নেইঃ এই রোগের চিকিৎসায় এখনো কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি৷ ফলে সতর্ক থাকাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ৷ অবশ্য এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা বিরল৷

প্রতিরোধঃ প্রতিরোধের মূল মন্ত্রই হলো এডিস মশার বিস্তার রোধ। এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। স্বচ্ছ-পরিষ্কার পানিতে এরা ডিম পাড়ে। ময়লা-দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি এদের পছন্দসই নয়। তাই এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।একমাত্র সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই এর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
অধ্যাপক এবিএম আব্দুল্লাহ ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
সূএ: বিবিসি



বিস্তারিত নিচের লিংকে-http://www.medivoicebd.com/slider.php?slider_id=93

শিক্ষা সহায়ক কিছু ওয়েবএড্রেস যা শিক্ষক এবং শিক্ষার্থিদের কাজে লাগবে

শিক্ষা সহায়ক কিছু ওয়েবএড্রেস যা শিক্ষক এবং শিক্ষার্থিদের কাজে লাগবে
বিষয়ভিত্তিক অনলাইন পাঠ উপকরণ ডাউনলোড করার জন্য নিচে উল্লেখিত সাইটগুলো ভিজিট করতে পারেন।


ইংরেজি 

 ইংরেজি বিষয়ক অনলাইন পাঠ উপকরণসমূহ






Dictionary
      1) www.dictionary.cambridge.org/
      2) 
www.wordcentral.com


      3) www.ovidhan.org


Grammar
          1) 
http://www.a4esl.org/g/h/grammar.html


Vocabulary
     1) 
http://a4esl.org/g/h/vocabulary.html
Listening
     1) www.elllo.org
     2) 
www.esl-lab.com


বিজ্ঞান

বিজ্ঞান বিষয়ক অনলাইন পাঠ উপকরণসমূহ:


জীববিজ্ঞান
http://www.biology-online.org/dictionary/Main_Page
http://biology.about.com/
http://www.dmoz.org/Kids_and_Teens/School_Time/Science/Living_Things/
http://www.emc.maricopa.edu/faculty/farabee/BIOBK/BioBookTOC.html
http://www.biology4kids.com/
http://www.phschool.com/science/biology_place/glossary/index.html
http://www.kidsbiology.com/
http://www.biologyinmotion.com/
http://www.sparknotes.com/biology/
http://www.ibo-info.org/






পদার্থবিজ্ঞান
http://physics.about.com/
http://scienceworld.wolfram.com/physics/
http://www.sparknotes.com/physics/
http://scienceworld.wolfram.com/physics/
http://www.alcyone.com/max/physics/index.html
http://www.jyu.fi/tdk/kastdk/olympiads/

রসায়ন
http://scienceworld.wolfram.com/chemistry/
http://antoine.frostburg.edu/chem/senese/101/index.shtml
http://www.rsc.org/
http://www.sparknotes.com/chemistry/
http://webbook.nist.gov/chemistry/
http://www.icho.sk/

গণিত


গণিত বিষয়ক অনলাইন পাঠ উপকরণসমূহ:
গণিতের সহায়ক গাইড
গণিতের বেশ বড় সংগ্রহ
গণিতের টিউটরিয়াল
এখানেও রয়েছে অনেক বড় সংগ্রহ
গণিতকোষইংরেজী বর্ণ দিয়ে কাঙ্ক্ষিত বিষয় খুঁজতে
গণিতের আর্কাইভবিষয়ভিত্তিকবিভিন্ন প্রতিযোগিতার তথ্যপ্রস্তুতি এবং শিক্ষা-উপকরণ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড (মাধ্যমিক শিক্ষার্থিদের)


    সমাজ-বিজ্ঞান ও মানবিক


· সমাজ-বিজ্ঞান
· সমাজবিজ্ঞানের নানা শাখার কয়েকটি বইঃ http://en.wikibooks.org/wiki/Wikibooks:Social_sciences_bookshelf
· রাষ্ট্রবিজ্ঞানের ধ্রূপদী ও অন্যান্য বইয়ের সমাহারঃhttp://www.lib.umich.edu/govdocs/polisci.html
· বাংলাদেশের সমাজতত্ত্ব জার্নালঃ http://www.bangladeshsociology.org/index.htm
· ব্রিটেনিকার সমাজতত্ত্ব জার্নালঃ http://www.sociology.org/
·   ইতিহাস
সময়অঞ্চল ও বিষয়ভিত্তিক ইতিহাসের নানা বইঃ http://en.wikibooks.org/wiki/History
ইতিহাস সংশ্লিষ্ট প্রয়োজনীয় সাইটের ডিরেক্টরিঃ  http://www.besthistorysites.net/
·   বাংলাদেশের ইতিহাস
বাংলাদেশের ইতিহাসঐতিহ্য ও আরও নানা বিষয় নিয়েঃhttp://www.muktadhara.net/
বাংলাদেশের কালানুক্রমিক ইতিহাসমুক্তিযুদ্ধ প্রভৃতিঃ  http://www.profile-bengal.com/
·   ভূগোল
আবহাওয়াজলবায়ুদেশমানচিত্রপতাকাভূতত্ত্ব ইত্যাদিঃhttp://www.geographic.org/geography/geography.html
মানচিত্রদেশও ভূগোলের নানা বিষয়ে সমৃদ্ধঃ http://geography.about.com/
ছোটদের ভূগোলঃ http://www.geography4kids.com/
বাংলাদেশের ঐতিহাসিকরাজনৈতিক ইত্যাদি মানচিত্রঃhttp://commons.wikimedia.org/wiki/Atlas_of_Bangladesh 
পৃথিবীর নানা ধরণের ও বিভিন্ন সময়ের মানচিত্র। এছাড়াও বিভিন্ন শ্রেনীবিভাগদেশ ইত্যাদি অনুসারে পাওয়া যাবেঃ http://commons.wikimedia.org/wiki/Atlas
চ. বাংলাদেশের নানা মানচিত্র খুজেঁ পেতে :http://www.mayerdak.com/homeland/maps.html
·   ধর্ম
                        বিভিন্ন ধর্ম সম্বন্ধে জানতেঃ http://www.religionfacts.com/
                        ইসলামএর ইতিহাস-ঐতিহ্যঃ http://islam.about.com/
                        কুরআন ও হাদিসের বিষয়ভিত্তিক শ্রেনিবিন্যাসঃ http://www.al-islam.com/eng/
                        হিন্দু ধর্মের ওপর সাধারণ ধারনাঃ http://hinduism.about.com/
                        স্কুলের উপযোগী হিন্দুধর্ম শিক্ষা-উপকরণঃhttp://www.hinduism.fsnet.co.uk/
                        শ্রীমদ্‌ভগবৎ গীতাঃ http://www.bhagavad-gita.org/
                        খ্রিস্টান ধর্মের সাধারণ ধারনাঃ http://christianity.about.com/
                        খ্রিস্টান ধর্ম সম্বন্ধে বিস্তারিতঃ http://www.christianity.co.nz/
                        বাইবেলঃ http://net.bible.org/bible.php
                        বৌদ্ধ ধর্মের সাধারণ ধারনাঃhttp://webspace.ship.edu/cgboer/buddhaintro.html
                        ত্রিপিটকঃ http://www.accesstoinsight.org/tipitaka/index.html
·   গার্হস্থ্য অর্থনীতি
                        সহায়ক ওয়েবসাইটঃ http://homeschooling.about.com/od/homeeconomics
·    কৃষি বিজ্ঞান
                        কৃষিকোষঃ http://www.ca.uky.edu/agripedia/subjectindex/
·   মুক্তিযুদ্ধ বিষয়ক
মুক্তিযুদ্ধভিত্তিক উইকি সাইটঃ http://muktijuddho.wikia.com
মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ওয়েবসাইটঃ http://www.liberationwarmuseum.org
একাত্তরের গণহত্যার ওপরঃ http://www.genocidebangladesh.org/
সেক্টর কমান্ডার ফোরামের ওয়েবসাইটঃhttp://www.sectorcommandersforum.org/
মুক্তিযুদ্ধ সম্পর্কিত বেশ বড় আয়োজনঃ http://jonmojuddho.org/home2.html
·   জ্যোতির্বিদ্যা
            নাসার জ্যোতির্বিদ্যা সংক্রান্ত আয়োজনঃ http://science.nasa.gov/Astronomy.htm
          খশিশুদের জন্যঃ http://www.kidsastronomy.com/
            গ্যান্ডার একাডেমির আয়োজনঃ http://www.cdli.ca/CITE/astronomy.htm
জ্যোতির্বিদ্যাকোষঃhttp://www.enchantedlearning.com/subjects/astronomy/glossary/
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনঃhttp://astronomybangla.com/index.php
                        আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা অলিম্পিয়াড (মাধ্যমিক শিক্ষার্থিদের):http://www.issp.ac.ru/iao/
ভাষা ও সাহিত্য বিষয়ক:
বাংলা ভাষা ও সাহিত্য
                        সমসাময়িক বাংলা বইয়ের জন্যঃ http://www.boi-mela.com/
                        বাংলা লাইব্রেরিঃ http://banglalibrary.evergreenbangla.com/
                        বাংলা একাডেমিঃ http://www.banglaacademy.org.bd
                        পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিঃ http://paschimbangabanglaakademi.org/
ইংরেজী ভাষা ও সাহিত্য
                        ইংরেজী ভাষাব্যাকরণইতিহাস ইত্যাদিও জন্যঃ                                   
                                                                 http://www.englishlanguageguide.com/
                        ইংরেজী ভাষার বিভিন্ন কোর্সঃ  http://www.english-online.org.uk/
                        সহজ উপায়ে ইংরেজী ব্যাকরণঃ  http://www.english-the-easy-way.com/
                        ইন্টারনেটে ইংরেজী ব্যাকরণঃ  http://www.ucl.ac.uk/internet-grammar/home.htm
                        ইংরেজী সাহিত্যের সম্ভারঃ http://etext.virginia.edu/collections/languages/english/
                        গল্পপ্রবন্ধউপন্যাস ইত্যাদিঃ  http://eserver.org/
                        ধ্রূপদী সাহিত্যঃ  http://www.classicreader.com/

                        উপকথা ও লোককাহিনীঃ  http://www.pitt.edu/~dash/folktexts.html