কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ক কিছু তথ্য

বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয়– ১৯৬৯ সালেমার্কিন যুক্তরাষ্ট্রে।
মডেমের মধ্যে যা থাকে তা হল– একটি মডুলেটর  একটি ডিমডুলেটর।
*কম্পিউটার ভাইরাস হল– একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
*তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী হলওয়াইম্যাক্স।
অপটিক্যাল ফাইবারে আলোর– অভ্যন্তরীণপ্রতিফলন ঘটে। 
কম্পিউটারটু– কম্পিউটারের তথ্য আদানপ্রদানের প্রযুক্তিকে বলা হয়– ইন্টারনেট।
অপটিক্যাল ফাইবার হচ্ছে– খুব সরু ও নমনীয় কাচতন্তুর আলোক নল।
*কম্পিউটারেরস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয়– রম(ROM)
পৃৃথিবীতে ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় ১৯৮১ সালেএটি প্রবর্তন করে– এপসন কোম্পানি।
ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা থাকে তা হলএল.সি.ডি।
ল্যাপটপ হল– ছোট কম্পিউটার।
কম্পিউটারের নেই– কোনো বুদ্ধিবিবেচনা।
কম্পিউটারের আবিষ্কারক হলেন– হাওয়ার্ড আইকেন।
আধুনিক কম্পিউটারের জনক হলেন– জন ভন নিউম্যান।
মাইক্রোকম্পিউটারের জনক হলেন– হেনরি এডওয়ার্ড রবার্ট।
কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান হল– মাইক্রোসফট।
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হল– ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ।
রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়– উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন।
কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয়এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনার কৌশল।
মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রমকরেওয়েভ গাইডের মাধ্যমে।
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হলো– বৃহৎ স্মৃতির আধারদ্রুতগতিতে প্রশ্ন সমাধান ও ভ্রমশূন্য ফলাফল।
কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয়– ন্যানোসেকেন্ডের মাধ্যমে।
কম্পিউটার বেশি সুবিধাজনক– পুনরাবৃত্তিমূলক কাজের জন্য।
*কম্পিউটার প্রোগ্রামেএকই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে– লুপিং

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট