* বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয়– ১৯৬৯ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রে।
* মডেমের মধ্যে যা থাকে তা হল– একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
* মডেমের মধ্যে যা থাকে তা হল– একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
*কম্পিউটার ভাইরাস হল– একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
*তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী হল–ওয়াইম্যাক্স।
* অপটিক্যাল ফাইবারে আলোর– অভ্যন্তরীণপ্রতিফলন ঘটে।
* কম্পিউটার–টু– কম্পিউটারের তথ্য আদান–প্রদানের প্রযুক্তিকে বলা হয়– ইন্টারনেট।
* অপটিক্যাল ফাইবার হচ্ছে– খুব সরু ও নমনীয় কাচতন্তুর আলোক নল।
*কম্পিউটারেরস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয়– রম(ROM)
* পৃৃথিবীতে ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় ১৯৮১ সালে, এটি প্রবর্তন করে– এপসন কোম্পানি।
* ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা থাকে তা হল–এল.সি.ডি।
* ল্যাপটপ হল– ছোট কম্পিউটার।
* কম্পিউটারের নেই– কোনো বুদ্ধিবিবেচনা।
* কম্পিউটারের আবিষ্কারক হলেন– হাওয়ার্ড আইকেন।
* আধুনিক কম্পিউটারের জনক হলেন– জন ভন নিউম্যান।
* মাইক্রোকম্পিউটারের জনক হলেন– হেনরি এডওয়ার্ড রবার্ট।
* কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান হল– মাইক্রোসফট।
* ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হল– ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ।
* রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়– উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন।
* কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয়–এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনার কৌশল।
* মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রমকরে–ওয়েভ গাইডের মাধ্যমে।
* আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হলো– বৃহৎ স্মৃতির আধার, দ্রুতগতিতে প্রশ্ন সমাধান ও ভ্রমশূন্য ফলাফল।
* কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয়– ন্যানোসেকেন্ডের মাধ্যমে।
* কম্পিউটার বেশি সুবিধাজনক– পুনরাবৃত্তিমূলক কাজের জন্য।
*কম্পিউটার প্রোগ্রামে, একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে– লুপিং।