তারুণ্যের বিজ্ঞান- Theme Song Lyrics

আমাদের "তারুণ্যের বিজ্ঞান" এর থিম সং
 গানটি লিখেছেনঃ সজল চন্দ্র সরকার (Merchant Marine Engineer)

আমরা স্বপ্ন দেখি ,আমরা স্বপ্ন দেখাই
স্বপ্নের পথে হাতে হাত ধরে আমরা এগিয়ে যাই।
এসো বন্ধু্………………
গাই আজ বিজয়ের জয়োগান,
সব বাধা পেরিয়ে আমরা যাব এগিয়ে
আমরা তারুণ্যের বিজ্ঞান…।।
কয়লার খনি থেকে আনব হীরে
বাধা পেরুব হাতে হাতটি ধরে,
মোরা করিনাকো ভয়
মোদের হবেই জয়,
উজ্জীবিত দেহ প্রাণ……………।।
এসো বন্ধু্………………
গাই আজ বিজয়ের জয়োগান,
সব বাধা পেরিয়ে আমরা যাব এগিয়ে
আমরা তারুণ্যের বিজ্ঞান…।।
এমন একটা সমাজ গড়ব মোরা
যার খ্যাতি ছড়াবে বিশ্বজোড়া,
জ্ঞানের পরিধি টা ছড়িয়ে দিব
একটি স্বপ্নের দেশ গড়ব,
এইত আহবান…………………
এসো বন্ধু্………………
গাই আজ বিজয়ের জয়োগান,
সব বাধা পেরিয়ে আমরা যাব এগিয়ে
আমরা তারুণ্যের বিজ্ঞান…।।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট