জিকা ভাইরাস প্রসঙ্গ-

জিকা ভাইরাস প্রসঙ্গ-

ডেঙ্গুর মতোই জিকার লক্ষণ

অধ্যাপক এবিএম আব্দুল্লাহ ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Collected From: 

মেডিভয়েস - MediVoice


জিকা ভাইরাসে আক্রান্ত হলে ডেঙ্গুর মতোই লক্ষণ দেখা দেয়। দিনের বেলায় এডিস মশার কামড়ে এ রোগ ছড়ায়। তবে ডেঙ্গুর মতো এ রোগটি তীব্র ও প্রাণঘাতী নয়। 

চিকিৎসা না করালেও জিকা ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ রোগী সাধারণত ৫ থেকে ১০ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়।‘জিকা’ নামটি নেওয়া হয়েছে উগান্ডার জিকা বন থেকে৷ ১৯৪৭ সালে বানরের দেহে এই সংক্রামক এজেন্টের উপস্থিতি শনাক্ত করা হয়। ১৯৫২ সালে এর নাম দেওয়া হয় জিকা ভাইরাস৷ বর্তমানে এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। উত্তর আমেরিকাতেও ছড়িয়ে পড়ছে। তাই আমাদের দেশেও সতর্ক হওয়া দরকার।

যেভাবে ছড়ায়ঃ এডিস ইজিপ্টি নামের মশার কামড়ের মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে৷ ফলে মশার কামড় থেকে বাঁচার যে উপায়গুলো আছে, সেগুলো মেনে চললেই এই ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব৷

লক্ষণঃ জিকা ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত জ্বর, র্যাশ (চামড়ায় লাল ফুসকুড়ি), গোড়ালিতে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া—এসব লক্ষণ দেখা দেয়৷ এ ছাড়া পেশি, মাথায়ও ব্যথা হতে পারে৷ জিকা ভাইরাসে আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজনের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে৷

গর্ভবতী নারীরা বেশি সাবধান!ঃ শিশুদের ‘মাইক্রোসেফালি’ রোগ হওয়ার কারণ জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী মা৷ কিন্তু তার কোনো উপসর্গ আগে থেকে দেখা যাবে না। এই রোগ হলে শিশুদের মস্তিষ্কের গঠন ঠিকমতো হয় না। ফলে শিশুর বুদ্ধিপ্রতিবন্ধী হওয়া, শারীরিক বৃদ্ধি অস্বাভাবিক বা বিলম্বিত হওয়া থেকে শুরু করে অকালে মারা যাওয়ার আশঙ্কাও বেড়ে যায়৷

প্রতিষেধক নেইঃ এই রোগের চিকিৎসায় এখনো কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি৷ ফলে সতর্ক থাকাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ৷ অবশ্য এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা বিরল৷

প্রতিরোধঃ প্রতিরোধের মূল মন্ত্রই হলো এডিস মশার বিস্তার রোধ। এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। স্বচ্ছ-পরিষ্কার পানিতে এরা ডিম পাড়ে। ময়লা-দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি এদের পছন্দসই নয়। তাই এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।একমাত্র সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই এর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
অধ্যাপক এবিএম আব্দুল্লাহ ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
সূএ: বিবিসি



বিস্তারিত নিচের লিংকে-http://www.medivoicebd.com/slider.php?slider_id=93

শিক্ষা সহায়ক কিছু ওয়েবএড্রেস যা শিক্ষক এবং শিক্ষার্থিদের কাজে লাগবে

শিক্ষা সহায়ক কিছু ওয়েবএড্রেস যা শিক্ষক এবং শিক্ষার্থিদের কাজে লাগবে
বিষয়ভিত্তিক অনলাইন পাঠ উপকরণ ডাউনলোড করার জন্য নিচে উল্লেখিত সাইটগুলো ভিজিট করতে পারেন।


ইংরেজি 

 ইংরেজি বিষয়ক অনলাইন পাঠ উপকরণসমূহ






Dictionary
      1) www.dictionary.cambridge.org/
      2) 
www.wordcentral.com


      3) www.ovidhan.org


Grammar
          1) 
http://www.a4esl.org/g/h/grammar.html


Vocabulary
     1) 
http://a4esl.org/g/h/vocabulary.html
Listening
     1) www.elllo.org
     2) 
www.esl-lab.com


বিজ্ঞান

বিজ্ঞান বিষয়ক অনলাইন পাঠ উপকরণসমূহ:


জীববিজ্ঞান
http://www.biology-online.org/dictionary/Main_Page
http://biology.about.com/
http://www.dmoz.org/Kids_and_Teens/School_Time/Science/Living_Things/
http://www.emc.maricopa.edu/faculty/farabee/BIOBK/BioBookTOC.html
http://www.biology4kids.com/
http://www.phschool.com/science/biology_place/glossary/index.html
http://www.kidsbiology.com/
http://www.biologyinmotion.com/
http://www.sparknotes.com/biology/
http://www.ibo-info.org/






পদার্থবিজ্ঞান
http://physics.about.com/
http://scienceworld.wolfram.com/physics/
http://www.sparknotes.com/physics/
http://scienceworld.wolfram.com/physics/
http://www.alcyone.com/max/physics/index.html
http://www.jyu.fi/tdk/kastdk/olympiads/

রসায়ন
http://scienceworld.wolfram.com/chemistry/
http://antoine.frostburg.edu/chem/senese/101/index.shtml
http://www.rsc.org/
http://www.sparknotes.com/chemistry/
http://webbook.nist.gov/chemistry/
http://www.icho.sk/

গণিত


গণিত বিষয়ক অনলাইন পাঠ উপকরণসমূহ:
গণিতের সহায়ক গাইড
গণিতের বেশ বড় সংগ্রহ
গণিতের টিউটরিয়াল
এখানেও রয়েছে অনেক বড় সংগ্রহ
গণিতকোষইংরেজী বর্ণ দিয়ে কাঙ্ক্ষিত বিষয় খুঁজতে
গণিতের আর্কাইভবিষয়ভিত্তিকবিভিন্ন প্রতিযোগিতার তথ্যপ্রস্তুতি এবং শিক্ষা-উপকরণ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড (মাধ্যমিক শিক্ষার্থিদের)


    সমাজ-বিজ্ঞান ও মানবিক


· সমাজ-বিজ্ঞান
· সমাজবিজ্ঞানের নানা শাখার কয়েকটি বইঃ http://en.wikibooks.org/wiki/Wikibooks:Social_sciences_bookshelf
· রাষ্ট্রবিজ্ঞানের ধ্রূপদী ও অন্যান্য বইয়ের সমাহারঃhttp://www.lib.umich.edu/govdocs/polisci.html
· বাংলাদেশের সমাজতত্ত্ব জার্নালঃ http://www.bangladeshsociology.org/index.htm
· ব্রিটেনিকার সমাজতত্ত্ব জার্নালঃ http://www.sociology.org/
·   ইতিহাস
সময়অঞ্চল ও বিষয়ভিত্তিক ইতিহাসের নানা বইঃ http://en.wikibooks.org/wiki/History
ইতিহাস সংশ্লিষ্ট প্রয়োজনীয় সাইটের ডিরেক্টরিঃ  http://www.besthistorysites.net/
·   বাংলাদেশের ইতিহাস
বাংলাদেশের ইতিহাসঐতিহ্য ও আরও নানা বিষয় নিয়েঃhttp://www.muktadhara.net/
বাংলাদেশের কালানুক্রমিক ইতিহাসমুক্তিযুদ্ধ প্রভৃতিঃ  http://www.profile-bengal.com/
·   ভূগোল
আবহাওয়াজলবায়ুদেশমানচিত্রপতাকাভূতত্ত্ব ইত্যাদিঃhttp://www.geographic.org/geography/geography.html
মানচিত্রদেশও ভূগোলের নানা বিষয়ে সমৃদ্ধঃ http://geography.about.com/
ছোটদের ভূগোলঃ http://www.geography4kids.com/
বাংলাদেশের ঐতিহাসিকরাজনৈতিক ইত্যাদি মানচিত্রঃhttp://commons.wikimedia.org/wiki/Atlas_of_Bangladesh 
পৃথিবীর নানা ধরণের ও বিভিন্ন সময়ের মানচিত্র। এছাড়াও বিভিন্ন শ্রেনীবিভাগদেশ ইত্যাদি অনুসারে পাওয়া যাবেঃ http://commons.wikimedia.org/wiki/Atlas
চ. বাংলাদেশের নানা মানচিত্র খুজেঁ পেতে :http://www.mayerdak.com/homeland/maps.html
·   ধর্ম
                        বিভিন্ন ধর্ম সম্বন্ধে জানতেঃ http://www.religionfacts.com/
                        ইসলামএর ইতিহাস-ঐতিহ্যঃ http://islam.about.com/
                        কুরআন ও হাদিসের বিষয়ভিত্তিক শ্রেনিবিন্যাসঃ http://www.al-islam.com/eng/
                        হিন্দু ধর্মের ওপর সাধারণ ধারনাঃ http://hinduism.about.com/
                        স্কুলের উপযোগী হিন্দুধর্ম শিক্ষা-উপকরণঃhttp://www.hinduism.fsnet.co.uk/
                        শ্রীমদ্‌ভগবৎ গীতাঃ http://www.bhagavad-gita.org/
                        খ্রিস্টান ধর্মের সাধারণ ধারনাঃ http://christianity.about.com/
                        খ্রিস্টান ধর্ম সম্বন্ধে বিস্তারিতঃ http://www.christianity.co.nz/
                        বাইবেলঃ http://net.bible.org/bible.php
                        বৌদ্ধ ধর্মের সাধারণ ধারনাঃhttp://webspace.ship.edu/cgboer/buddhaintro.html
                        ত্রিপিটকঃ http://www.accesstoinsight.org/tipitaka/index.html
·   গার্হস্থ্য অর্থনীতি
                        সহায়ক ওয়েবসাইটঃ http://homeschooling.about.com/od/homeeconomics
·    কৃষি বিজ্ঞান
                        কৃষিকোষঃ http://www.ca.uky.edu/agripedia/subjectindex/
·   মুক্তিযুদ্ধ বিষয়ক
মুক্তিযুদ্ধভিত্তিক উইকি সাইটঃ http://muktijuddho.wikia.com
মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ওয়েবসাইটঃ http://www.liberationwarmuseum.org
একাত্তরের গণহত্যার ওপরঃ http://www.genocidebangladesh.org/
সেক্টর কমান্ডার ফোরামের ওয়েবসাইটঃhttp://www.sectorcommandersforum.org/
মুক্তিযুদ্ধ সম্পর্কিত বেশ বড় আয়োজনঃ http://jonmojuddho.org/home2.html
·   জ্যোতির্বিদ্যা
            নাসার জ্যোতির্বিদ্যা সংক্রান্ত আয়োজনঃ http://science.nasa.gov/Astronomy.htm
          খশিশুদের জন্যঃ http://www.kidsastronomy.com/
            গ্যান্ডার একাডেমির আয়োজনঃ http://www.cdli.ca/CITE/astronomy.htm
জ্যোতির্বিদ্যাকোষঃhttp://www.enchantedlearning.com/subjects/astronomy/glossary/
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনঃhttp://astronomybangla.com/index.php
                        আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা অলিম্পিয়াড (মাধ্যমিক শিক্ষার্থিদের):http://www.issp.ac.ru/iao/
ভাষা ও সাহিত্য বিষয়ক:
বাংলা ভাষা ও সাহিত্য
                        সমসাময়িক বাংলা বইয়ের জন্যঃ http://www.boi-mela.com/
                        বাংলা লাইব্রেরিঃ http://banglalibrary.evergreenbangla.com/
                        বাংলা একাডেমিঃ http://www.banglaacademy.org.bd
                        পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিঃ http://paschimbangabanglaakademi.org/
ইংরেজী ভাষা ও সাহিত্য
                        ইংরেজী ভাষাব্যাকরণইতিহাস ইত্যাদিও জন্যঃ                                   
                                                                 http://www.englishlanguageguide.com/
                        ইংরেজী ভাষার বিভিন্ন কোর্সঃ  http://www.english-online.org.uk/
                        সহজ উপায়ে ইংরেজী ব্যাকরণঃ  http://www.english-the-easy-way.com/
                        ইন্টারনেটে ইংরেজী ব্যাকরণঃ  http://www.ucl.ac.uk/internet-grammar/home.htm
                        ইংরেজী সাহিত্যের সম্ভারঃ http://etext.virginia.edu/collections/languages/english/
                        গল্পপ্রবন্ধউপন্যাস ইত্যাদিঃ  http://eserver.org/
                        ধ্রূপদী সাহিত্যঃ  http://www.classicreader.com/

                        উপকথা ও লোককাহিনীঃ  http://www.pitt.edu/~dash/folktexts.html